Image description

দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে চলমান মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং এটি আরও নতুন এলাকায় বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের (বিএমডি) বৃহস্পতিবারের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবাহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে এবং আরও এলাকায় বিস্তার লাভ করতে পারে। 

আবাহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ  সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়াও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এতে আরও বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। ঢাকায় বাতাসের গতি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় সূর্যাস্ত  সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪৪ মিনিটে।