Image description

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাফিক বোর্ডের উদ্যোগে কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে মোট ২ কোটি ৮০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেকগুলো হস্তান্তর করা হয়।

বিআরটিএ-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এই চেক তুলে দেন। কুষ্টিয়া জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত মোট ৭০টি পরিবার ও ব্যক্তির মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

কুষ্টিয়া জেলা: এই জেলায় ৪৮টি চেকের বিপরীতে মোট ১ কোটি ৯৮ লাখ টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫ জনের পরিবারের জন্য ১ কোটি ৭৫ লাখ টাকা এবং আহত ১৩ জনের সুচিকিৎসার জন্য ২৩ লাখ টাকা প্রদান করা হয়।

মেহেরপুর জেলা: এই জেলায় মোট ২২টি চেকের মাধ্যমে ৮২ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে নিহত ১৪ জনের পরিবারের জন্য ৭০ লাখ টাকা এবং আহত ৮ জনের জন্য ১২ লাখ টাকা প্রদান করা হয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি বিআরটিএ চেয়ারম্যান বলেন, “সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের তাৎক্ষণিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই সরকারের এই উদ্যোগ। সড়ক পরিবহন আইনের আওতায় এই সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে জেলা পর্যায়ে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের মাধ্যমে তাদের পরিবারকে সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্গঠনে সহায়তা করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। অনুষ্ঠানে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিআরটিএ-এর সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর