Image description

হবিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিনব কায়দায় ট্রাকভর্তি ধানের তুষের নিচে লুকিয়ে পাচারের সময় এসব পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১৫ জানুয়ারি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এই বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালালে ভেতরে থাকা ধানের তুষভর্তি বস্তার নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পাওয়া যায়। এসময় কসমেটিকসসহ ট্রাকটি জব্দ করা হয়।

একই রাতে চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির একটি দল সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে খাসপাড়া রাবার বাগান এলাকায় অভিযান চালায়। সেখানে ঝোপঝাড়ের মধ্যে লুকানো অবস্থায় ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত কসমেটিকস ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

৫৫ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালানের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের সহযোগিতা ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাহিনীটি।

মানবকণ্ঠ/ডিআর