Image description

কক্সবাজারের টেকনাফে ডাকাতদলের গুলিতে সুমাইয়া আকতার (১৯) নামে এক তরুণী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালী পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে একদল সশস্ত্র ডাকাত নোয়াখালী পাড়ায় ডাকাতি ও অপহরণের উদ্দেশ্যে হানা দেয়। ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা করে। এ সময় ডাকাতদল জনতাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। ডাকাতদের ছোড়া একটি গুলি সুমাইয়া আকতারের গায়ে লাগে এবং তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে পথেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া বলেন, ‘ডাকাতদল গ্রামে ঢোকার পর মানুষজন তাদের প্রতিহত করার চেষ্টা করেছিল। তখন ডাকাতরা বেপরোয়া গুলি ছুড়তে শুরু করে। সেই গুলিতেই মেয়েটি প্রাণ হারাল।’

টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নোয়াখালী পাড়ায় গুলিবর্ষণে এক তরুণী নিহত হওয়ার খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।”

এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, পাহাড়ি এলাকা হওয়ায় প্রায়ই ডাকাতদল লোকালয়ে হানা দেয়, তাই স্থায়ী নিরাপত্তা জোরদার করা জরুরি।

মানবকণ্ঠ/ডিআর