রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় গাছ বোঝাই ‘চাঁদের গাড়ি’ (জিপ) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬ জন আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের চন্দ্রঘোনা ইউনিয়নের সাতমোড়ের টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় আহতরা হলেন- কাপ্তাই বড়ইছড়ি এলাকার মংচিং মারমা, সিএনজি চালক ও কেপিএম বারঘোনিয়া এলাকার বাসিন্দা সাহাবুদ্দিন, কাপ্তাই প্রজেক্ট এলাকার মমিনুল ও ঝুমা, শিলছড়ি এলাকার নবুসীমা মারমা এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার নাসির উদ্দীন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য মো. হাসেম জানান, বিকেলে গাছ বোঝাই একটি চাঁদের গাড়ি কাপ্তাইয়ের শিলছড়ি থেকে চন্দ্রঘোনা লিচুবাগান এলাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাতমোড়ের টেক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়িটি সিএনজির ওপর উঠে গেলে ভেতরে থাকা চালক ও যাত্রীরা মারাত্মকভাবে পিষ্ট ও আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, আহতদের হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ৬ জনের মধ্যে ৪ জনের অবস্থা অত্যন্ত গুরুতর ও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন।
কাপ্তাই ট্রাফিক বিভাগের টিআই (পুলিশ পরিদর্শক) সাইফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার কাজ করছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments