সাভারের আমিনবাজার এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল চলাকালে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ মো. আপন ইসলাম আগুন (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আমিনবাজারের বোরদেশী মফিদ-ই-আম স্কুল প্রাঙ্গণ থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। আটক আপন ইসলাম আমিনবাজারের বোরদেশী পশ্চিমপাড়া এলাকার শামসুল হকের ছেলে।
সাভারের হেমায়েতপুর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বোরদেশী এলাকায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দল পরিদর্শনে বের হয়। এসময় মফিদ-ই-আম স্কুল প্রাঙ্গণে একদল যুবককে মাদক কেনাবেচা ও সেবন করতে দেখা যায়। সেনাবাহিনী অভিযান চালিয়ে আপনকে ধরে ফেললেও তাদের উপস্থিতি টের পেয়ে অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৭ হাজার ৪৫০ টাকা, ২টি মোবাইল ফোন, মাদক সেবনে ব্যবহৃত ১টি সিরিঞ্জ এবং ইনজেকশনযোগ্য মাদক ‘এফেড্রিন’ উদ্ধার করা হয়েছে। এছাড়া তাঁর কাছে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ধারালো ছুরি পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আপন এলাকায় মাদক কারবার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে উদ্ধারকৃত আলামতসহ তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।
সাভার মডেল থানা পুলিশ জানিয়েছে, আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকায় অপরাধ দমনে সেনাবাহিনীর এমন নিয়মিত অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মানবকণ্ঠ/ডিআর




Comments