Image description

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ক্যানেলে ড্রাম থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডের দক্ষিণ কদমতলী নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল সংলগ্ন ক্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জালকুড়ি রোডের পাশের ক্যানেলে একটি প্লাস্টিকের ড্রাম ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি কূলে তুলে আনে এবং তার ভেতর থেকে পচন ধরা একটি মরদেহ উদ্ধার করে। মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে দুর্বৃত্তরা অন্য কোথাও ওই ব্যক্তিকে হত্যা করার পর মরদেহ গুমের উদ্দেশ্যে ড্রামে ভরে ক্যানেলে ফেলে গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পিবিআইসহ অন্যান্য সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে। একইসঙ্গে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

এদিকে জনবহুল এলাকার ক্যানেলে ড্রাম থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্তের অংশ হিসেবে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে।

মানবকণ্ঠ/ডিআর