রাজবাড়ীতে পেট্রলপাম্প কর্মী রিপন সাহাকে গাড়ি চাপা দিয়ে হত্যার প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা শ্রমিকদল।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রিপন সাহা ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে অত্যন্ত নৃশংসভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ঠিকাদার আবুল হাশেম সুজন ও চালক কামাল সরদারের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান শ্রমিক নেতারা।
জেলা শ্রমিকদলের সভাপতি গফুর মন্ডল ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা গাজী আহসান হাবিব, যুবদল নেতা খায়রুল আনাম বকুলসহ শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ‘করিম ফিলিং স্টেশন’-এ একটি গাড়ি তেল নেওয়ার পর টাকা না দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পাম্পকর্মী রিপন সাহা গাড়ির পিছু দৌড়ালে চালক তাকে গাড়ি চাপা দিয়ে পিষ্ট করে চলে যায়। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ঠিকাদার ও চালককে গ্রেপ্তার করে। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments