Image description

কুমিল্লার লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও এলাকার একটি ভাড়া বাসা থেকে শরিফুল ইসলাম (৩০) নামে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির নিচতলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শরিফুল ইসলাম পশ্চিমগাঁও আল আমিন ইনস্টিটিউটের খণ্ডকালীন গণিত শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পোটকরা গ্রামের বাসিন্দা। শিক্ষকতার সুবাদে গত চার মাস ধরে তিনি বিদ্যালয়ের কাছাকাছি ওই বাসায় একাই থাকতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে শরিফুলের ভাতিজা নাঈম (১৫) তার সঙ্গে দেখা করতে বাসায় যায়। দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। পরে জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে শরিফুলকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে সে চিৎকার শুরু করে। স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।

আল আমিন ইনস্টিটিউটের শিক্ষক মো. আসলাম মিয়া জানান, রোববার শরিফুল শ্রেণিকক্ষে না যাওয়ায় তাকে একাধিকবার কল দেওয়া হয়েছিল, কিন্তু তিনি রিসিভ করেননি।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করা হয়েছে। আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। তবে স্থানীয়দের ধারণা, তিনি ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে মারা গিয়ে থাকতে পারেন।

মানবকণ্ঠ/ডিআর