নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি আটক করে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।




Comments