কালকিনিতে নির্ধারিত মূল্যের চেয়েও কমে মিলছে এলপি গ্যাস
সারাদেশে যখন এলপি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট এবং উচ্চমূল্য নিয়ে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে, তখন মাদারীপুরের কালকিনিতে দেখা গেছে এক ব্যতিক্রমী ও মানবিক চিত্র। জনগণের দুর্ভোগ লাঘব করতে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও কম দামে এলপি গ্যাস বিক্রি করছে স্থানীয় একটি ডিলার প্রতিষ্ঠান। মেসার্স আব্দুর রব এন্ড সন্স নামক ওই প্রতিষ্ঠানটি কার্যত ভর্তুকি মূল্যে জনসাধারণের মাঝে এই সেবা পৌঁছে দিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার এলপি গ্যাস ডিলার মেসার্স আব্দুর রব এন্ড সন্স-এর উদ্যোগে সাধারণ ক্রেতাদের মাঝে মাত্র ১৩০০ টাকায় ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। বর্তমান বাজার পরিস্থিতিতে যেখানে নির্ধারিত দামের চেয়ে বেশি রাখার অভিযোগ ওঠে, সেখানে এমন কম দামে গ্যাস পেয়ে ক্রেতাদের মাঝে স্বস্তি ও বিস্ময় লক্ষ্য করা গেছে।
গ্যাস কিনতে আসা সাধারণ ক্রেতারা জানান, বর্তমান সংকটের সময়ে এত কম দামে গ্যাস পাওয়া কল্পনাও করা যায় না। ডিলারের এই মহৎ উদ্যোগের ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো অনেক উপকৃত হচ্ছে। তারা এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
মেসার্স আব্দুর রব এন্ড সন্স-এর স্বত্বাধিকারী সজল আহমেদ বলেন, "মানবিক দায়বদ্ধতা থেকেই আমি এই উদ্যোগ নিয়েছি। ডিলাররা যদি সিন্ডিকেট না করে সরাসরি গ্রাহকের হাতে গ্যাস পৌঁছে দেয়, তবে সংকট অনেকটা কমে আসে। জনভোগান্তি দূর করতে আমি দোকানে পাইকারি সরবরাহ কমিয়ে সরাসরি সাধারণ ক্রেতাদের কাছে গ্যাস বিক্রি করছি।" তিনি আরও জানান, আগামী রমজান মাস পর্যন্ত এই ভর্তুকি মূল্যে গ্যাস বিক্রির কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তার।
সচেতন মহলের মতে, সজল আহমেদের মতো যদি দেশের অন্যান্য অসাধু ব্যবসায়ীরা মুনাফার চিন্তা বাদ দিয়ে জনস্বার্থকে প্রাধান্য দিতেন, তবে বর্তমান বাজার পরিস্থিতি সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকতো।
মানবকণ্ঠ/ডিআর




Comments