Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত গাজীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও মেয়র মো. মজিবুর রহমান এক সংবাদ সম্মেলনে তাঁর ২৬ দফা নির্বাচনী কর্মপরিকল্পনা তুলে ধরেছেন। 

বুধবার সকালে উপজেলার ট্রাক স্ট্যান্ডসংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ধানের শীষের প্রার্থীর প্রধান কার্যালয়ে তিনি এ কর্মপরিকল্পনা তুলে ধরেন।  

গাজীপুর -১ আসন বিএনপির মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী মো. হুমায়ুন কবির খান লিখিত বক্তব্য বলেন, নির্বাচনে দেশ সুষ্ঠু ভাবে পরিচালনার লক্ষ্যে আমাদের নেতা দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন। যাহা দলের পক্ষ থেকে দেশব্যাপী প্রচারণা চলছে। কেন্দ্রীয় ভাবে আগামী দিনের করণীয় সম্পর্কে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। আমরা শুধু গাজীপুর -১ আসনের ভোটার ও এলাকায় উন্নয়নের জন্য বিষয়ে দলীয় প্রার্থীর ২৬ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 
শুরুতেই মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া ও মোনাজাত করা হয়েছে। 

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গাজীপুর -১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মেয়র মো. মুজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান,গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার,কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান শাহীন , কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক সেলিম হোসেন সানি, দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি মাহবুব হাসান মেহেদী, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি  আরিফ হোসেন খোকন ও সাধারণ সম্পাদক আবদুল আলীম অভি, দৈনিক আমার বার্তার উপজেলা প্রতিনিধি স্বপন সরকার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।