রূপগঞ্জে ১০ দল সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে বিশাল গণমিছিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি গোলাকান্দাইল বেবি স্ট্যান্ড থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় গার্মেন্টস এলাকা পর্যন্ত অগ্রসর হয়। এসময় জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মিছিলে নেতাকর্মীরা জোটের প্রার্থীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনি আমেজ তৈরি করেন।
গণমিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— অ্যাডভোকেট ইসরাফিল হোসেন, মোহাম্মদ হানিফ ভূঁঞা, আব্দুল মজিদ, খাইরুল ইসলাম, আনিসুর রহমান, জয়নাল আবেদীন, আমীর হোসেন, ওমর ফারুক, ইয়াছিন আলী, আমজাদ হোসেন, হাফেজ মহিউদ্দিন, জাহাঙ্গীরসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে তারা রাজপথে রয়েছেন। জনগণের সমর্থন নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশ ও রূপগঞ্জ এলাকার উন্নয়ন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।
মানবকণ্ঠ/ডিআর




Comments