গাইবান্ধার সাদুল্লাপুরে ১৫ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনার প্রধান আসামি মো. লাল মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৩। ঘটনার দীর্ঘ তিন মাস আত্মগোপনে থাকার পর গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লাল মিয়া ওই উপজেলার পশ্চিম খামার দশলিয়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।
র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প সূত্রে জানা যায়, গত বছরের ১৪ অক্টোবর সকালে ভিকটিম কিশোরী হাঁটতে বের হয়ে প্রতিবেশী লাল মিয়ার বাড়ির কাছাকাছি যায়। এ সময় লাল মিয়া কিশোরীকে একা পেয়ে ফুসলিয়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ভিকটিমের মা তাকে খুঁজতে বের হলে লাল মিয়াকে আপত্তিকর অবস্থায় দেখে চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক লাল মিয়া কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি লাল মিয়া দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
র্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস দল গত শুক্রবার রাতে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম খামার দশলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments