কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শফিউল স্থানীয়ভাবে ‘লেদা পুতু’ নামে পরিচিত এবং তিনি কুখ্যাত ‘শাহীন ডাকাত’-এর প্রধান সহযোগী ছিলেন বলে জানা গেছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রাতে ঘরে বসে ভাত খাওয়ার সময় কয়েকজন ব্যক্তি শফিউল আলমকে ডাক দিয়ে বাইরে নিয়ে যান। এর কিছুক্ষণ পরই পর পর কয়েকটি গুলির শব্দ শোনা যায়। শব্দ শুনে পরিবারের লোকজন বাইরে এসে শফিউলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শফিউল আলম ওরফে লেদা পুতু দীর্ঘদিন ধরে শাহীন ডাকাতের প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন। এছাড়া মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও ওই অঞ্চলের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গভীর রাতে গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শফিউলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির সুরক্ষায় ওই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments