Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ভোটারদের অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। 

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে দাগনভূঞার বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের প্রচারণায় এই কথা জানায় তিনি

এ সময় দাগনভূঞা উপজেলার মাতুভূঞা, আলীপুর, মোমারিজপুর, হৈয়দের পুকুর, সালামনগর, নেয়াজপুর ও বেকের বাজার এলাকায় বিএনপি জোটের হয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান আবদুল আউয়াল মিন্টু। 
 
তিনি বলেন, ‘প্রচারণায় স্থানীয় ভোটারদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। নির্বাচিত হয়ে সংসদে গেলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবো।

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন; উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, আবদুল আউয়াল মিন্টুর ছোট সন্তান তাজওয়ার এম আউয়াল, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।