Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের নির্বাচনী প্রচারণায় হুমকি, বাধা প্রদান ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। 

শনিবার (২৪ জানুয়ারি) সকালে এসব ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম অভিযোগ করেন, গত ২২ জানুয়ারি থেকে তাঁর কর্মীদের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে। তিনি এই সহিংসতার জন্য প্রতিপক্ষ বিএনপি মনোনীত প্রার্থী মো. ফখর উদ্দিন আহমদ বাচ্চুর সমর্থকদের দায়ী করেন।

মুহাম্মদ মোর্শেদ আলম আরও বলেন, “নির্বাচনী মাঠে আমার বিজয় নিশ্চিত জেনে পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। প্রশাসনকে ব্যবহার করে প্রচারণা সংকুচিত করার চেষ্টা চলছে। নির্বাচনের নামে রক্ত নিয়ে তামাশা করা হচ্ছে।” 

তিনি অবিলম্বে পেশিশক্তির ব্যবহার বন্ধ করে সবার জন্য সমান সুযোগ ও অবাধ-নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

জনগণের ভোটের অধিকার রক্ষায় শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, সব ধরনের ভয়ভীতি ও হামলা উপেক্ষা করে তিনি শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাবেন।

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, যেকোনো অভিযোগের ভিত্তিতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

মানবকণ্ঠ/ডিআর