অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আর মাত্র ১৫ দিন বাকি উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সংস্কার কাজ শেষে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। তবে আগামীর সরকার নিয়ে দেশবাসীকে বাস্তববাদী হওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “আগামীর সরকার ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে।”
সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়া চৌকি আদালতের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার অসংখ্য উন্নয়ন ও সংস্কারমূলক কাজ করেছে। অবশিষ্ট কাজগুলো এই ১৫ দিনের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, আগামীর সরকার যেন জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি সুন্দর রাষ্ট্র পরিচালনা করে। তবে ভবিষ্যতের অনিশ্চয়তার প্রতি আলোকপাত করে তিনি দেশবাসীকে আগামীর সরকার ভালো বা খারাপ হওয়ার দ্বিমুখী সম্ভাবনার কথা মনে করিয়ে দেন।
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে ড. খালিদ হোসেন আরও বলেন, আদালতের আধুনিক অবকাঠামো বিচারপ্রার্থী, আইনজীবী ও বিচারকদের জন্য একটি নিরাপদ ও উপযুক্ত কাজের পরিবেশ নিশ্চিত করবে।
সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—সাতকানিয়া আদালতের অতিরিক্ত সিভিল জজ আরাফাতুল ইসলাম, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহছান খালিদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিম, সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. সোলাইমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত, আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মাহমুদুল হক চৌধুরী, এডভোকেট এ. এম. ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল ইসলাম এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সুজন পালিত প্রমুখ।
মানবকণ্ঠ/ডিআর




Comments