Image description

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাঁন্দপুর, কাছাইট, আটলা, হাটখোলা, চিনাইর, চাপুইর ও উড়শিউড়াসহ বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান তিনি।

পথসভাগুলোতে ভোটারদের উদ্দেশ্যে প্রকৌশলী শ্যামল বলেন, “ধানের শীষের সরকার গঠিত হলে দেশে উন্নয়নের জোয়ার বইবে। আমি নির্বাচিত হতে পারলে এলাকার অবহেলিত রাস্তাঘাট দ্রুত সংস্কার করা হবে। বিশেষ করে ভাতশালা থেকে শহরের ভাদুঘর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে।”

আবেগঘন বক্তব্যে তিনি আরও বলেন, “মাছিহাতা আমার নিজের ইউনিয়ন। আমি আপনাদেরই সন্তান। এলাকার উন্নয়ন ও আপনাদের অধিকার আদায়ে আমার যেমন দায়িত্ব আছে, তেমনি আপনাদের কাছেও আমার দাবি আছে। আগামী নির্বাচনে ঘরের সন্তান হিসেবে আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।”

গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হোসেন চপল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ মাছিহাতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পথসভাগুলোতে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা স্লোগানে স্লোগানে ধানের শীষের প্রার্থীকে স্বাগত জানান।

মানবকণ্ঠ/ডিআর