কুমিল্লার মনোহরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একটি ডাকাত দলের ১০ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের চৌরাইশ গ্রাম থেকে তাদের আটক করা হয়।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মনোহরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে এবং সোমবার বিকেলে তাদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টার দিকে চৌরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে বসে ১০-১২ জনের একটি দল ডাকাতির পরিকল্পনা করছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা চারপাশ থেকে বিদ্যালয়টি ঘেরাও করেন। এ সময় ডাকাত দলের ১০ সদস্যকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের হেফাজতে নেয়।
আটককৃতরা হলেন— শাহরাস্তি উপজেলার রাজাপুর গ্রামের জোবায়ের হোসেন রকি (২০), লাকসাম উপজেলার মুন্সী বাড়ির মো. পারভেজ (২৬), শাহরাস্তির যাদবপুর গ্রামের আঃ কাদের (২২), লাকসামের নাগঝাটিয়া গ্রামের আব্দুল রাজিব ওরফে রাজু (২০), নাহিদ হোসেন ওরফে মুন্না (২০), নাজমুল হোসেন ওরফে হৃদয় (২০), ফুলহরা গ্রামের মো. কাউসার আলম (২০), মো. রাসেল (২০), নাগঝাটিয়ার রায়হান (২০) ও আরমান মজুমদার (২০)।
অভিযানকালে পুলিশ তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি জয়েন্ট পাইপ উদ্ধার করেছে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
মনোহরগঞ্জ থানা পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে এ ধরনের অভিযান ও জনসচেতনতা অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments