নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নির্বাচনি গণসংযোগকালে জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে গোপালদী পৌরসভার মোল্লার চর এলাকায় ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস মোল্লার সমর্থনে আয়োজিত এক মহিলা সমাবেশে একদল সন্ত্রাসী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। এতে ৮-১০ জন কর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন।
খবর পেয়ে প্রার্থী ইলিয়াস মোল্লা ঘটনাস্থলে ছুটে গেলে সন্ত্রাসীরা তাঁর ওপরও হামলা করে। তাঁকে রক্ষা করতে গিয়ে মেহেদী হাসান অর্নব, মিরাজ মাহমুদ ও মুফতী মাহবুব আব্বাসীসহ বেশ কয়েকজন জামায়াত কর্মী গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, ময়মনসিংহে আয়োজিত এক বিশাল জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন।
স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ মঞ্চে আরোহণ করে তিনি ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় দুর্নীতি কঠোরভাবে দমন করা হয়েছিল বলেই তৎকালীন সরকারের শরিক দলের মন্ত্রীরা শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।
তিনি নেতাকর্মীদের আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভোটের দিন ফজরের নামাজ পড়েই লাইনে দাঁড়াতে হবে এবং ফলাফল না নিয়ে মাঠ ছাড়া যাবে না। নির্বাচনের পর বড় আকারে খাল খনন কর্মসূচিতে তিনি নিজে কোদাল হাতে জনগণের সাথে মাঠে থাকবেন বলেও ঘোষণা দেন।
মানবকণ্ঠ/আরআই




Comments