চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া তিন বছর বয়সী শিশু মিসবাহকে প্রায় চার ঘণ্টার চেষ্টার পর জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার শেষে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শিশুটিকে উদ্ধারে চারটি ইউনিট একযোগে কাজ করে। দীর্ঘ ও সতর্ক অভিযানের মাধ্যমে তাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেই দৃশ্য দেখা গেছে।
শিশুটির মা জানান, তার মেয়ের সঙ্গে খেলছিল মিসবাহ। মেয়েটি পানি খেতে চাইলে তিনি পানি আনতে যান। ওই সময়েই মিসবাহ পাশের একটি নলকূপের গর্তে পড়ে যায়। গর্তটি সেখানে ছিল এ বিষয়ে পরিবারের কেউ জানতেন না।
তিনি আরও জানান, নলকূপটি সরকারি উদ্যোগে স্থাপন করা হয়েছিল বলে তারা শুনেছেন। পরে সেখানে পানি না পাওয়ায় অন্য স্থানে নলকূপ বসানো হলেও গর্তটি খোলা অবস্থায়ই রয়ে যায়।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং খোলা নলকূপের গর্ত বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments