চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মেজবাহ আর বেঁচে নেই। বুধবার (২৮ জানুয়ারি) রাতে তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়নের একটি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট অংশ নেয়। দীর্ঘ সময় পর শিশুটিকে গর্ত থেকে তোলা সম্ভব হলেও ততক্ষণে তার অবস্থা গুরুতর হয়ে পড়ে।
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবদুল মান্নান বলেন, শিশুটিকে রাত সোয়া ৮টার দিকে গর্ত থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা খোলা নলকূপের গর্ত দ্রুত বন্ধ করা এবং এ ধরনের ঝুঁকিপূর্ণ স্থাপনা নিরাপদ করার দাবি জানিয়েছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments