Image description

জামালপুরের সরিষাবাড়ীতে সটগান ও দুই রাউন্ড গুলিসহ আমিনুল ইসলাম (৩২) নামে যুবককে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামে অভিযান চালানো হয়।

আটককৃত আমিনুল সাতপোয়া (দক্ষিণপাড়া) গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে ক্যাপ্টেন শাহরিয়ার নেতৃত্বে সেনা সদস্যরা অভিযান চালায়। এসময় আমিনুল ইসলামের শ্বশুরবাড়ি সংলগ্ন ধানক্ষেত থেকে একটি সটগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার এবং ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।

সরিষাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই চাঁন মিয়া জানান, “আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।”