Image description

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে মতি মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার ঢাকী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের পূর্ব পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মতি মিয়া মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের সিহারা গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে দুর্গাপুর গ্রামের লোকজন জমিতে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে ডোবায় এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মিঠামইন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মানবকণ্ঠ/ডিআর