নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ষড়যন্ত্র ও চক্রান্ত রুখে দেওয়ার ঘোষণা দিয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে বিশাল গণমিছিল ও জনসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মিছিলটি মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের ‘দাঁড়িপাল্লা’র পক্ষে স্লোগান দিতে এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করতে দেখা যায়।
পথসভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “নারায়ণগঞ্জ-৩ আসনের গণমানুষের মতামতকে তোয়াক্কা না করে জাতীয় নেতাদের টেবিলে বসে এ আসনের প্রার্থী ছিনতাই করা হয়েছে। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়াকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিতে একটি মহল গভীর চক্রান্ত করেছে। আমরা এই চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
নেতাকর্মীরা আরও বলেন, “প্রার্থী নিয়ে যতই ষড়যন্ত্র হোক না কেন, ব্যালট পেপারে আমাদের প্রিয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ বহাল আছে। সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছে। ১২ তারিখ সারাদিন ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সাধারণ মানুষ এই চক্রান্তের দাঁতভাঙা জবাব দেবে।”
বক্তারা জোর দিয়ে বলেন, দাঁড়িপাল্লা এখন আর কেবল একটি দলের প্রতীক নয়, এটি গণমানুষের ও অধিকার আদায়ের প্রতীকে পরিণত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দাঁড়িপাল্লা বিপুল ভোটে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments