Image description

কুমিল্লার চৌদ্দগ্রাম-১১ সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে জামায়াত-শিবির কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বিএনপি প্রার্থী কামরুল হুদার সমর্থকরা এই হামলা চালিয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মো. তাহেরের নির্বাচনী জনসভা শেষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রাম এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি কর্মীরা তাদের দেখে বিভিন্ন ধরণের উসকানিমূলক কথা বলতে থাকেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে দুই পক্ষের অন্তত ৮ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের মিডিয়া সেল থেকে জানানো হয়, কামরুল হুদা সমর্থিত ক্যাডাররা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। 

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাই। অন্যথায় যেকোনো অপ্রীতিকর ঘটনার দায় সরকার ও নির্বাচন কমিশনকে নিতে হবে।”

কুমিল্লা মহানগরী শিবিরের সভাপতি হাসান আহমেদ জানান, হামলায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর