জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। হাসপাতালের বিছানায় তিনি যখন জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তখন তার নির্বাচনী হাল ধরলেন সহযোদ্ধা ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি।
হাদির অনুপস্থিতিতে তার নির্বাচনী প্রচারণা সচল রাখার ঘোষণা দিয়েছিলেন রনি। সেই ঘোষণা অনুযায়ী, সোমবার ফজরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে হাদির পক্ষে প্রচারণা শুরু করেন তিনি। এরপর তিনি রমনা এলাকায় সাধারণ মানুষের কাছে ভোট এবং হাদির সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।
শরিফ ওসমান হাদি গত দেড় মাস ধরে নিয়মিত ফজরের নামাজের পর মসজিদের সামনে দাঁড়িয়ে প্রচারণা চালাতেন। কিন্তু দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর সেই কার্যক্রম থমকে গিয়েছিল। এবার সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন মহিউদ্দিন রনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রচারণার অভিজ্ঞতা শেয়ার করেছেন রনি। তিনি লিখেন, ‘ফজরের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু করে রমনায় হাদি ভাইয়ের জন্য ভোটারযোগ ও তার সুস্থতার জন্য দোয়া চাইতে গেলাম।’
সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় মুগ্ধ রনি আরও জানান, ‘বিশ্বাস করেন ভাই, মানুষজন হাদি ভাইয়ের কথা শুনলেই বলে—আমরা হাদির জন্য নামাজেও দোয়া করেছি। কত শত মানুষের কাছে যে এই একই কথা শুনেছি।’ মানুষের এই ভালোবাসা ও দোয়া হাদিকে দ্রুত সুস্থ করে তুলবে বলে বিশ্বাস করেন তিনি।
এদিকে, উন্নত চিকিৎসার জন্য সোমবারই একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সেখানে ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে তার পরবর্তী চিকিৎসা চলবে। দেশবাসীর কাছে এই তরুণ নেতার জন্য দোয়া চেয়েছেন তার পরিবার ও সহযোদ্ধারা।




Comments