সিরাজগঞ্জ-১ আসনে মাঠে সক্রিয় সেলিম রেজা, রানা ও কনকচাঁপা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সদ্য ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর উপজেলার আংশিক) আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তবে প্রার্থী ঘোষণায় বিলম্ব হলেও থেমে নেই স্থানীয় নেতাকর্মীদের প্রচার-প্রচারণা।
কাজিপুর উপজেলা বিএনপির সিংহভাগ নেতাকর্মী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার পক্ষে মাঠে নেমেছেন। তারেক রহমান ঘোষিত বিএনপির ‘এক দফা’ কর্মসূচির লিফলেট তারা এলাকায় ব্যাপকভাবে বিতরণ করছেন। প্রায় এক হাজার নারী-পুরুষের অংশগ্রহণে উপজেলার স্থলবাড়ি বাজারে বিশাল মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে কয়েক শত সনাতন ধর্মাবলম্বী নারীও অংশ নেন। গান্ধাইল ইউনিয়নে দলীয় নেতাকর্মীরা সেলিম রেজাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল ও সমাবেশ করেন।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু বলেন, “আমরা মনে করি মাঠের জরিপ রিপোর্ট পেয়েই এই আসনের প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে। দুঃসময়ে দলের পাশে থাকা নেতা হিসেবে সেলিম রেজাকেই মনোনয়ন দেওয়া উচিত।”
এদিকে আরেক মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান তালুকদার রানা, যিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, তিনিও সক্রিয়ভাবে মাঠে প্রচারণা চালাচ্ছেন। তিনি আশাবাদী যে, দলের হাইকম্যান্ড তার ওপরই আস্থা রাখবে। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি দিনরাত একাকার করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, দলের আরেক সম্ভাব্য প্রার্থী, জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,
“এই পৃথিবীর কোনো ফয়সালাতেই আমি কিছু ভাবি না। আল্লাহ ভালো বোঝেন আমার জন্য কী ভালো হবে। তার চেয়ে ভালো বোঝে এমন কে আছেন এই জগতে! অতএব, আলহামদুলিল্লাহ।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে স্থানীয় পর্যায়ে তীব্র আগ্রহ ও প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। তবে শেষ পর্যন্ত কার হাতে যাবে দলের মনোনয়ন—সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।




Comments