Image description

বরিশাল নগরীর রূপাতলীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (০২ জানুয়ারি) গভীর রাতে বরিশাল-ঝালকাঠি আন্তঃমহাসড়কের উকিলবাড়ির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা জুয়েল (২৮) ও রুইয়ার পোল এলাকার বাসিন্দা রাসেল (২৫)। তারা দুজনেই ‘এসিআই অ্যানিমেল হেলথ’ নামক একটি প্রতিষ্ঠানের স্টোর হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে অফিস শেষ করে জুয়েল ও রাসেল মোটরসাইকেলে করে নাস্তা করতে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ঝালকাঠি অভিমুখী একটি মালবোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট ১১-২৫৪৫) বেপরোয়া গতিতে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই ট্রাকটি সড়কের ওপর ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

মানবকণ্ঠ/ডিআর