ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের রবিবার রাতের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। রাত ১০টার দিকে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, "একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।"
যদিও আসিফ মাহমুদ কারো নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনদের ধারণা, তার ইঙ্গিত ছিল সাকিব আল হাসানের দিকে। এই ধারণার কারণ হলো, রাত ৯টার দিকে সাকিব তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে গত বছর গণ-অভ্যুত্থানের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে সাকিব ইংরেজিতে লিখেছেন, ‘শুভ জন্মদিন, আপা।’
সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মন্তব্যে স্পষ্ট হয়ে ওঠে যে, "একজনকে পুনর্বাসন না করা" বলতে আসিফ মাহমুদ সাকিবকেই বুঝিয়েছেন। সাকিবও যে বিষয়টি বুঝেছেন, তা তার পরবর্তী স্ট্যাটাসে পরিষ্কার হয়েছে। বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটের দিকে সাকিব নিজের ফেসবুকে লেখেন, "যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তাঁর জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।"
সাকিবের এই পোস্টের পর সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। এর মধ্যেই প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন মন্তব্য করেছেন, "সাকিব আল হাসানের সম্পত্তি ক্রোক করেন দেখেন সব সোজা হয়ে গেছে।" ইলিয়াস হোসাইনের এই পোস্ট নিয়েও সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা নানামুখী মন্তব্য করছেন।




Comments