
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজে থাকা ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (৪ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার দরিকান্দি এলাকার শীতলক্ষ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে দগ্ধ ওই ছয় জনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইন-চার্জ মাহবুবুর রহমান।
তিনি জানান, রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দরিকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীতে সাংহাই নামের একটি তেলবাহী জাহাজে রাত আড়াইটার দিকে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় আগুনের লেলিহান শিখা ২০ থেকে ৩০ ফুট উচ্চতায় উঠে যায়। এ সময় জাহাজে থাকা ৬ জন শ্রমিক দগ্ধ হন।
খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই জাহাজের আগুন নেভায়। ঘটনার পর থেকে সাংহাই জাহাজের ম্যানেজার আকবর আলী পলাতক রয়েছেন।
এদিকে দগ্ধ হয়ে ৮জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে ৩ জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে।
দগ্ধরা হলেন, দগ্ধরা হলেন আব্দুল মান্নান রাহাদ (২৩), মো. হুমায়ুন কবির (৫৪), মো. তাজুল ইসলাম লিমন (২৪), মো. ইমতিয়াজ আহমেদ (৪২), মো. রুবেল (৩৮), মো. সোহেল (৩৮), মো. নাজমুল ইসলাম (৩৩) ও মো. রাকিব (২৪)।
শেখ হাসিনা জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরী বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, ভর্তি ৫ জনের মধ্যে ৪ জনের শ্বাসনালি পুড়ে গেছে। হুমায়ুনের শরীরের ৩০ শতাংশ, তাজুলের ৬৭ শতাংশ, ইমতিয়াজের ৩০ শতাংশ, রুবেলের ৪৫ শতাংশ ও সোহেলের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার সবার অবস্থা আশঙ্কাজনক। আর রাকিব, রাহাদ ও নাজমুল কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
Comments