Image description

রুমা উপজেলার পাশে যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন সন্ত্রাসী (কেএনএফ) আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বান্দরবান রিজিয়নের অন্তর্গত রুমা জোনের অভিযানিক সেনাদল।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর ৫টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুনলাইপাড়ার নিকটবর্তী জঙ্গলে কেএনএফের আশ্রয়স্থলে বান্দরবান রিজিয়নের অন্তর্গত রুমা জোন কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে রুমা উপজেলা থেকে ৭ কিলোমিটার দূরত্বে রুমা-বগালেক রোড মুনলাইপাড়া জঙ্গল এলাকায় কেএনএফ সন্ত্রাসীদের আশ্রয়স্থলে বান্দরবান রিজিয়নের অন্তর্গত রুমা জোনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। যৌথ বাহিনীর অভিযানের খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যান। উক্ত অভিযানে কেএনএফের নতুন গড়ে তোলা আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদসহ গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন রুমার মুনলাইপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে। তবে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার সম্পর্কে তিনি অবহিত নন বলে জানান।

আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বান্দরবানে রুমা উপজেলার দুর্গম এলাকায় কেএনএফের আস্তানায় বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।