Image description

শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পানিতে ভেসে নিখোঁজ হওয়ার পর রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ঝিনাইগাতীর তামাগাঁও গ্রামের ইসমাইল হোসেন মহারশি নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে স্রোতে তলিয়ে যান। দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত ১টার দিকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। অন্যদিকে নালিতাবাড়ীর বুরুঙ্গা গ্রামের হুমায়ুন কবির একইভাবে চেল্লাখালী নদীতে নিখোঁজ হয়। কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, দুপুর থেকে টানা বৃষ্টির কারণে মহারশি ও সোমেশ্বরী নদীর পানি দ্রুত বাড়তে থাকে। এতে মহারশি নদীর বাঁধ ভেঙে ঝিনাইগাতী বাজারসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়। নালিতাবাড়ীতেও চেল্লাখালী নদীর পানি বেড়ে বুরুঙ্গা ও আশপাশের এলাকায় পানি ঢুকে পড়ে।

তবে বৃহস্পতিবার রাতের পর বৃষ্টিপাত কমে যাওয়ায় নদীর পানি ধীরে ধীরে নেমে যেতে শুরু করে। পরিস্থিতি কিছুটা উন্নতির পথে রয়েছে বলে প্রশাসন জানিয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে।