
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এসএম মুনিরকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। আটক এসএম মুনির গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার বাসিন্দা জহিরুল হকের ছেলে।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, এসএম মুনির ভারতে প্রবেশের জন্য দর্শনা চেকপোস্টে পৌঁছান। এ সময় তার পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাইয়ের সময় তার নামে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা থাকার তথ্য পাওয়া যায়, যার ভিত্তিতে তাকে আটক করা হয়।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ জানান, এসএম মুনিরের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা রয়েছে। আটকের পর তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এসএম মুনিরের আটকের বিষয়ে বিস্তারিত তথ্য পেতে পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
Comments