Image description

মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় রেললাইনের পাশে ঝোপঝাড়ের মধ্যে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে নিহতের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচ্চর এলাকার রেললাইনের পাশে একটি ঝোপের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে বলে স্থানীয়দের ধারণা। স্থানীয়রা জানান, সম্ভবত ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, "খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। স্থানীয়দের মতে, ট্রেনের ধাক্কায় এই মৃত্যু ঘটেছে। নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে, তবে এখনও তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।"

তিনি আরও জানান, "যেহেতু ঘটনাটি রেললাইনের পাশে ঘটেছে, এটি রেল পুলিশের এখতিয়ারের মধ্যে পড়ে। আমরা ইতোমধ্যে রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি, এবং তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।"

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করতে এবং ঘটনার কারণ নির্ধারণে পুলিশ তদন্ত শুরু করেছে।