Image description

বগুড়ার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীতে ডুবে শাহাদাত (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মহাস্থান এলাকার শীলাদেবীর ঘাটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা তারা মিয়ার ছেলে। তারা মিয়া তার পরিবারসহ মহাস্থান শীলাদেবীর ঘাট এলাকার একটি পুলিশ বক্সে বসবাস করতেন। জানা গেছে, শিশুটির পরিবারের সদস্যরা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন বিকালে একজন মানসিক ভারসাম্যহীন নারী করতোয়া নদীর তীর ধরে স্থানীয় মাছের আড়তের দিকে যাচ্ছিলেন। শীলাদেবীর ঘাট এলাকায় নদীর তীরে নামার সময় তিনি শিশু শাহাদাতকে নদীতে ভাসতে দেখেন এবং তার পরিবারকে খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ছাইদুল ইসলাম জানান, নদীতে ডুবে শিশু মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ পরীক্ষা করে দেখা যায়, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, তবে তার নাক-কান দিয়ে পানি বের হচ্ছিল। কোনো অভিযোগ না থাকায় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত শিশুর বাবা তারা মিয়া মানসিক ভারসাম্যহীন। তিনি স্থানীয়ভাবে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা হলেও মহাস্থানে একজন মানসিক ভারসাম্যহীন নারীকে বিয়ে করে পুলিশ বক্সে বসবাস করছিলেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, শিশুটির মৃত্যুতে পরিবারটির দুর্দশা আরও বেড়েছে।