Image description

ইসলামি আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের হাতপাখা প্রতীকের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেছেন, “আমরা বাংলাদেশ থেকে এক স্বৈরাচারের পতন ঘটিয়েছি, কিন্তু নব্য আরেক স্বৈরাচারের হাতে এদেশের মানুষ এখন জিম্মি। এই জিম্মিদশা থেকে মুক্তির জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

শনিবার (১১ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসলামি আন্দোলন বাংলাদেশের রাঙ্গাবালী উপজেলা শাখা এই সমাবেশের আয়োজন করে।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, “ইসলামি আন্দোলন বাংলাদেশসহ সমমনা ইসলামিক ও দেশপ্রেমিক দলগুলো জনগণের শাসন প্রতিষ্ঠা এবং মুক্তি নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়েছে।” তিনি জনগণের অধিকার ও দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান। এতে ইসলামি আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।