Image description

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের কলমা ইউনিয়নের বিল মাকসা মৌজার প্রায় ৬ হাজার একর আবাদি জমিতে আসন্ন বোরো চাষ জলাবদ্ধতার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে। নদীর প্রবেশমুখে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে, যা কৃষি উৎপাদনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, নদীর প্রবেশপথ ভরাট হয়ে যাওয়ায় ফসলি জমি থেকে পানি সরতে পারছে না, ফলে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে এবং জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে। এর পাশাপাশি শুষ্ক মৌসুমে নদীর স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি হওয়ায় সেচ সংকটও দেখা দিচ্ছে, যা প্রতি বছর কৃষকদের ফসল উৎপাদনে বাধা সৃষ্টি করছে। কৃষকরা দ্রুত নদী খনন করে পলি অপসারণ এবং পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন, যাতে জলাবদ্ধতা ও সেচ সংকট উভয় সমস্যার সমাধান হয়।

এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ দিলশাদ জাহান জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কিশোরগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন জানিয়েছেন, তাঁরা বিষয়টি সম্পর্কে অবগত আছেন। খুব শিগগিরই সরেজমিনে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন পাঠানো হবে।