Image description

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বড় পুকুর থেকে শনিবার সকালে অনন্যা ইসলাম সুমি ওরফে জুথি (৩৩) নামে এক যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা দুর্ঘটনা, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক ৮:৪৫ মিনিটে হাসপাতালের পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা কুষ্টিয়া মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় অজ্ঞাত থাকলেও পরে পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করে। নিহত অনন্যা ইসলাম সুমি কুষ্টিয়া শহরের পিয়ারাতলা লুৎফুল হক লেন এলাকার ২১/১ নম্বর বাড়ির বাসিন্দা মৃত নুরুল ইসলাম বাচ্চুর মেয়ে।

মরদেহ উদ্ধারের সময় পুলিশ একটি বাটন মোবাইল ও এক জোড়া স্যান্ডেল পায়। উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে সব সম্ভাবনা বিবেচনা করে তদন্ত শুরু করেছি। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।” তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর নির্ভর করে এই রহস্যের কিনারা হবে বলে পুলিশ আশাবাদী। তদন্তের অগ্রগতির জন্য সবাই অপেক্ষায় রয়েছে।