
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি সঙ্গবদ্ধ চক্রের অবৈধ অস্ত্র দিয়ে প্রশিক্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। ভিডিওটি সাম্প্রতিক শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের ঘটনা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
১ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ৪জন যুবক জনশুন্য স্থানে প্রকাশ্যে দুটি অস্ত্র হাতে নিয়ে গুলি এবং অন্যদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে। যা নিয়ে আলোচনা শুরু হয়েছে উপজেলা জুড়ে।
ভিডিওতে থাকা ব্যক্তিদের মধ্যে উপজেলার বাঘরা এলাকার রাসেল, কামারখোলা এলাকার ফয়সাল, মথুরা পাড়ার আহির (টুপি পরিহিত) ও মথুরাপাড়া অর্পণ (কালো পাঞ্জাবি) নামের ব্যাক্তি রয়েছে বলে স্থানীয় ও পুলিশ সূত্র নিশ্চিত হওয়া গেছে। যদিও ভিডিও দেখে সুনির্দিষ্ট স্থান সনাক্ত করা সম্ভব হয়নি, তবে ধারণা করা হচ্ছে ঘটনাস্থল শ্রীনগর উপজেলার বাগড়া গ্রামেই।
ভিডিওতে বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রাসেলের মুখ না দেখা গেলেও, তার কণ্ঠ স্পষ্টভাবে শুনে শনাক্ত করেছে স্থাণীয়রা । সেখানে ফয়সাল নামে আরেক যুবককে দেখা যায় আহির নামের এক যুবককে গুলি ছোঁড়ার প্রশিক্ষণ দিতে।
এ বিষয়ে রাসলের সাথে সাংবাদিকরা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে এর আগেও বেআইনি কার্যক্রমের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান মঙ্গলবার রাত সোয় ৬টার দিকে বলেন, ভিডিওটি ৬-৭ মাস আগের বলে জানা গেছে। কারন ওই ভিডিওতে যারা রয়েছে তাদের একজনের চোখ কয়েক মাস আগে মারধর করে উপরে ফেলে প্রতিপক্ষের লোকজন। তবে অস্ত্র প্রদর্শনের ওই ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর সোমবার রাতেই আমিসহ পুলিশের একটি টিম নিয়ে তাদের বাড়িতে গিয়ে অভিযান চালাই। কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। তবে তাদের অবস্থান সনাক্ত করে অবৈধ অস্ত্র উদ্ধারসহ তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।
Comments