মানিকগঞ্জে উৎসবমুখর পরিবেশে আয়োজন হয়েছে মাধ্যমিক বালক শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার পুকুরে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় চারটি বিদ্যালয়ের ৪০ জন সাঁতারু অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মুক্ত সাঁতার, বুক সাঁতার, চিৎ সাঁতার এবং প্রজাপতি সাঁতার মোট চারটি ইভেন্টে দুইটি গ্রুপ প্রতিযোগিতা করে। ক গ্রুপে ছিল- ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণি; পাশাপাশি খ গ্রুপে ছিল- নবম এবং দশম শ্রেণি।
প্রতিযোগিতা শেষে ক্রীড়া সংস্থা মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মনোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সাংবাদিক আব্দুল মোমিন, সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম, মূলজান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ফজলুর রহমান, নবারুণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস এম শরিফুল আলম সহ অংশগ্রহণকারী সাঁতারু এবং অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সাঁতার শুধু একটি খেলা নয়, এটি একটি জীবনরক্ষাকারী দক্ষতা। আমাদের দেশে প্রতিবছর নদী ও পুকুরে অসংখ্য মানুষ ডুবে প্রাণ হারান, যার মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। এজন্য প্রতিটি শিশুর সাঁতার জানা অত্যন্ত প্রয়োজন। সরকার এখন খেলাধুলা ও শারীরিক চর্চাকে শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে গুরুত্ব দিচ্ছে। সাঁতারের মতো খেলাধুলা শিশুদের শরীর-মনকে সুস্থ রাখে, আত্মবিশ্বাস বাড়ায় এবং দলগত চেতনা তৈরি করে। মানিকগঞ্জের প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে যাতে আগামী প্রজন্ম দক্ষ ও প্রাণবন্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু খেলাধুলার প্রতি উৎসাহী হবে না, বরং জীবনের জন্য প্রয়োজনীয় এক গুরুত্বপূর্ণ দক্ষতাও অর্জন করবে। প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি চালিয়ে যাবে।
পরে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
Comments