Image description

“আমরা সবাই বেঁধেছি জোট, ধানের শীষে দিবো ভোট”– এই স্লোগানকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে লক্ষীপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই সভায় দলের নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুর রহমান মাস্টার। আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রবিউল ইসলাম রবির নেতৃত্বে এবং সহসভাপতি আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রতন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম রতন, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর ইসলাম সুমন, বিএনপি নেতা মোফাজ্জল হোসেন, ডা. মাসুদ রানা, শাহিন আলম, ইসরাইল মেম্বার, আব্দুল মতিন, নুরুল ইসলাম, শফি উদ্দিন শফি, আনিসুর রহমান টুকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের অভ্যন্তরীণ ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে পাবনা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে বিজয়ী করতে হবে। তারা জোর দিয়ে বলেন, “ধানের শীষের বাইরে কেউ যাবেন না। ধানের শীষ যেখানে, আমরা সেখানে। আমরা জেল-জুলুম সহ্য করেছি, আমরাই মূলধারার বিএনপি।”

নেতৃবৃন্দ আরও বলেন, দলের ভেতরে ‘হাইব্রিড বিএনপি’র অনুপ্রবেশের কারণে মূলধারার নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে তারা দৃঢ়ভাবে ঘোষণা করেন, “তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং হাবিবুর রহমান হাবিবকে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে আমরা জানপ্রাণ দিয়ে কাজ করবো, ইনশাআল্লাহ।”

সভায় নেতাকর্মীরা দলের ঐক্য ও সংগঠনকে আরও মজবুত করার প্রতিশ্রুতি দেন এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।