Image description

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের নেতৃত্বে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ও সমর্থন আদায়ের লক্ষ্যে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চন্দ্রদ্বীপ ইউনিয়নের নয়টি ওয়ার্ডে গণসংযোগ ও প্রতি ওয়ার্ডে একটি করে পথসভা আয়োজন করা হয়। এতে প্রায় ৩০০ মোটরসাইকেলের মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

বিকাল ৪টায় চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির আয়োজনে হাই স্কুল মাঠে একটি বিশেষ পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেল্লাল বেপারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি শিকদার, কালিশুরি ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান জব্বার, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. তারেক, জিয়া মঞ্চের বাউফল উপজেলা আহ্বায়ক মো. ফিরোজ আহমেদসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গণসংযোগ ও পথসভায় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে জনগণের সমর্থন আদায়ের জন্য বিভিন্ন প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তারা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির নীতি ও আদর্শ তুলে ধরেন।