সরিষাবাড়ীতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেত্রীর শোভাযাত্রা ও গণসংযোগ
জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে শোভাযাত্রা ও গণসংযোগ করেছেন দলের সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কন্যা সালিমা তালুকদার আরুনী। শনিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী দিগপাইত উপশহর থেকে আরামনগর বাজার পর্যন্ত মোটরসাইকেল ও মাইক্রোবাস শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এ সময় জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে সালিমা তালুকদার আরুনী কয়েকটি পথসভায় বক্তব্য দেন। সেই সঙ্গে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং গণসংযোগ করেন।
পথসভায় তিনি বলেন, ‘শহীদ জিয়ার আদর্শে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্নকে ধারণ করে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। এজন্য আগামীতে ধানের শীষের বিকল্প নেই।’
তিনি এমপি নির্বাচিত হলে জনমানুষের প্রত্যাশা পূরণ ও আব্দুস সালাম তালুকদারের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
Comments