Image description

নীলফামারীর ডোমারে ওসি আরিফুল ইসলামের অপসারণের দাবীতে কলম বিরতি করেছে উপজেলার সাংবাদিকরা। শনিবার সকালে ডোমার ধীরাজ ও মিজান স্মৃতি পাঠাগার চত্বরে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কলম বিরতি অনুষ্ঠান পালন করা হয়।

দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মো. আবু ফাত্তাহ্ কামাল পাখির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক যুগের আলো ডোমার প্রতিনিধি মো. আসাদুজ্জামান হিল্লোল, ডোমার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব, চিলাহাটি প্রেসক্লাবের সহ-সভাপতি এ আই পলাশ, দৈনিক খবরপত্রের ডোমার প্রতিনিধি আনিছুর রহমান মানিক, মুভিবাংলা টেলিভিশনের নীলফামারীর জেলা প্রতিনিধি মো. আবরার হোসেন আলভি প্রমুখ। 

সঞ্চালনা করেন দৈনিক সংবাদ পত্রিকার ডোমার প্রতিনিধি আলমগীর হোসেন।

সভাপতি মো. আবু ফাত্তাহ্ কামাল পাখি বলেন, "আমরা পুলিশের বিরুদ্ধে নই। আমরা এই মাদক ব্যবসায়ীর প্রতি সহানুভূতিশীল ওসির বিরুদ্ধে। ডোমারকে যে কোনো মূল্যে মাদকমুক্ত রাখব।"

উল্লেখ্য যে, মাদকের বিরুদ্ধে দৈনিক যুগের আলো পত্রিকার ডোমার প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল প্রতিবাদ করায় ওসি আরিফুল ইসলাম তাঁকে হুমকি প্রদান করলে এলাকাবাসী ওসির বিরুদ্ধে ঝাড়ুমিছিল করে। এতেও ওসি প্রত্যাহার না হওয়ায় শনিবার সাংবাদিকরা কলম বিরতি পালন করে।