Image description

দাগনভূঞায় ফেনী-০৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডা: ফখরুদ্দিন মানিকের পৃষ্ঠপোষকতায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) দাগনভূঞা আর্তার্তুক স্কুলে আয়োজিত এই ক্যাম্পের মাধ্যমে দুই হাজারের বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

জামায়াত সূত্রে জানা যায়, এটি কোনো নির্বাচনকেন্দ্রিক অনুষ্ঠান নয়। বরং এতদ অঞ্চলের মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে দাগনভূঞা উপজেলা জামায়াত ও পৌর জামায়াতের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

ক্যাম্পে ৩০ জন পুরুষ ও মহিলা চিকিৎসক দল এবং ১০ জন নার্স চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেছেন। এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ডাক্তার দেখানো, বিভিন্ন পরীক্ষা (যেমন আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, ডায়াবেটিস পরীক্ষা, রক্ত পরীক্ষা) এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অনুষ্ঠানের পৃষ্ঠপোষক, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি এবং দাগনভূঞা সোনাগাজী উন্নয়ন পরিষদের সভাপতি ডা: ফখরুদ্দিন মানিক বলেন, "আমরা প্রাথমিকভাবে ত্রিশ জন ডাক্তার দিয়ে এ সেবা দিচ্ছি। সরকারি পর্যাপ্ত সেবা না থাকায় তৃণমূলের কথা চিন্তা করে সমাজসেবার অংশ হিসেবে ডিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের মাধ্যমে এই মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন করেছি। আমরা পর্যায়ক্রমে এই সেবা গ্রামে ছড়িয়ে দেবো এবং এটি পরবর্তীতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে।"

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী ছালাহ উদ্দিন, সেক্রেটারি কামাল উদ্দিন, দাগনভূঞা পৌর জামায়াতের আমির মাওলানা কামরুল আহছান, সেক্রেটারি আবু সাঈদ কামরুজ্জামান, জেলা শিবিরের সেক্রেটারি ইমাম হোসেন আরমানসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।