Image description

সদ্য কারামুক্ত বিএনপি নেতা ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের মনোনয়ন প্রত্যাশী এম এ আউয়াল খানকে ফুলেল শুভেচ্ছা ও গণসংবর্ধনা দিয়েছে দেবিদ্বার উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন। শনিবার বিকেলে দেবিদ্বার পৌর মিলনায়তনে আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খানকে এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া থেকে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বরণ করে নিয়ে আসেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা মো. মজিবুর রহমান সিকদার।
সংবর্ধিত অতিথি হিসেবে এম এ আউয়াল খান বলেন, "স্বৈরাচারী সরকারের দমন-পীড়নের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্রের জন্য আন্দোলন চালিয়ে গেছে। আমাদের এই ত্যাগ মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।"

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মো. সাইফুল আলম, মো. জসিম উদ্দিন, সাইদুল হক সাইদ, পৌর বিএনপি নেতা কামাল হোসেন, যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ, ইমতিয়াজ আহমেদ সাজু, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মান্নান সরকার, সাইফুল ইসলাম মুছা, সালাউদ্দিন আহমেদ তাজ, মো. আবু হানিফ ও আলমগীর হোসেন প্রমুখ।

উল্লেখ্য, রাজধানীর গুলশান ও বনানী থানায় দায়ের করা তিনটি মামলায় গত ২১ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে এম এ আউয়াল খানসহ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ও বর্তমান আট নেতাকে আদালত জামিন না দিয়ে কারাগারে পাঠান। পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত তাঁদের জামিন মঞ্জুর করলে আইনি প্রক্রিয়া শেষে ২৫ সেপ্টেম্বর দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে চার দিন পর তাঁরা মুক্তি পান।