চট্টগ্রামের আনোয়ারায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের একদিন পর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ৬৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে আনোয়ারা থানার এসআই মো. আবুল বাশার (বিপি-৭৫৯-৪০৯৭১৩) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের এক ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
মামলার অন্য আসামিরা হলেন, সাবেক ভূমিমন্ত্রীর ছোটভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শাহজাদা এসএম মহিউদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমএ হান্নান চৌধুরী মনজু, সাবেক ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, সহকারী এডভোকেট ইমরান হোসেন বাবু, চাতরীর সাবেক চেয়ারম্যান ইয়াছিন হিরো, রায়পুরের চেয়ারম্যান আমিন শরীফ, বারশতের চেয়ারম্যান এমএ কাইয়ূম শাহ্, চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, সদরের চেয়ারম্যান আসিম কুমার দেব, জুঁইদন্ডীর চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ ইদ্রিছ, আওয়ামী লীগ নেতা ভিপি জাফর, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, ছাত্রলীগ নেতা এম. নজরুল ইসলামসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পদধারী ৬৮ জন।
আসামিদের মধ্যে জুঁইদন্ডী ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল কাদের (৫০), আব্দুল খালেক (২৮), মো. আরিফ (২০) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের চৌমুহনী এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের বেশ কিছু নেতাকর্মী রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসে, জনসাধারণের ক্ষতিসাধন ও নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে হাতে লাঠিসোঁটা, ইটপাটকেল, রড, দা, কিরিচ নিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে উগ্রতা প্রদর্শন করে বাজার ও আশপাশ এলাকা প্রদক্ষিণ করে। এসময় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
ওসি মো. মনির হোসেন বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে দেশের বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও আটককৃত আসামিরা দেশে ও বিদেশে অবস্থানকারীদের মদদে ও অর্থায়নে এবং নির্দেশে এসব কার্যক্রম চালাচ্ছে বলে তথ্য রয়েছে পুলিশের কাছে।
Comments