ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে ৩১ বছর ধরে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করা মাওলানা আবু তাহের সাহেবকে ওমরাহ পালনের লক্ষ্যে সৌদি আরবে পাঠিয়েছেন স্থানীয় প্রবাসীরা।
শুক্রবার (১৭ অক্টোবর) ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মাওলানা আবু তাহের। বিদায় বেলায় গ্রামবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ৩১ বছর যাবত টিঘর দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন মাওলানা আবু তাহের। দীর্ঘদিন ধরে এই গ্রামের ইসলাম প্রচারের সঙ্গে সম্পৃক্ত থাকায় স্থানীয় প্রবাসীরা উপহার হিসেবে নিজেদের অর্থায়নে তাঁকে ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন।
এদিকে বিষয়টি ইতিবাচক ও বিরল হিসেবে দেখছেন সুশীল সমাজের অনেকেই। তাদের দাবি, ইমাম সমাজ নানাভাবে নিপীড়িত ও অবহেলিত। সকল পাড়া-মহল্লার জনসাধারণের এভাবেই ইমামদের সুখে-দুঃখে পাশে থাকা উচিত।
Comments